নারীদের হেয় করা হচ্ছে এমন কৌতুক বন্ধ হোক

হাস্যরসের ভেতর দিয়ে শ্রেণি-বিদ্বেষ, বর্ণ-বিদ্বেষ, জাতি-বিদ্বেষ ও লিঙ্গ-বিদ্বেষের বিষ সমাজে ছড়িয়ে পড়ে। হাস্যরসে বিশেষ শ্রেণি, বর্ণ, গোত্র বা লিঙ্গের মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়ে থাকে। অনেকক্ষেত্রে এইজন্য বৈষম্য ও বিদ্বেষ স্বীকৃতি পেয়ে যায়। অনেকেই এখন বর্ণ-জাতি বিদ্বেষ নিয়ে তৎপর হয়েছেন, কিন্তু লিঙ্গ-বিদ্বেষী অসহ্য রসিকতা নিয়ে কেউ তেমন প্রতিবাদ জানান না।

by ​​​​​​​তামান্না | 24 July, 2022 | 994 | Tags : jokes about women adversity inequality patriarchy gender discrimination